MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

ব্লগ মনিটাইজেশন করার প্রধান শর্ত গুলো কি কি

ব্লগ মনিটাইজেশন কি? নিজের ব্লগে কোন তৃতীয় পক্ষের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করাকে ব্লগ মনিটাইজেশন বলে। একটু ক্লিয়ার হওয়া যাক ধরুন রহিম একজন ব্লগার সে তার ব্লগটি মনিটাইজেশন করতে চাচ্ছে। এর জন্য তাকে অবশ্যই তৃতীয় কোন মাধ্যমে যেতে হবে যারা ব্লগ মনিটাইজেশন করার সুযোগ দিয়ে থাকে। এমন একটি তৃতীয় মাধ্যম হচ্ছে গুগল এডসন্স।

রহিম তার ব্লগটি মনিটাইজ করার জন্য গুগল এডসন্স একাউন্ট তৈরি করে তার ব্লগটি রিভিউ করার জন্য আবেদন করল। গুগল এডসন্স তার ব্লগটি রিভিউ করার পর একটি ইমেল প্রদান করবে। সেই ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন কি না। যদি ব্লগ মনিটাইজেশন পাওয়া জন্য প্রতিটি তৃতীয় মাধ্যমে কত গুলো শর্ত থাকে। সেই শর্ত গুলোকে বলা হচ্ছে ব্লগ মনিটাইজেশন শর্ত।

তৃতীয় মাধ্যম নিয়ে একটু কথা বলা দরকার। বিশ্বের ছোট বড় অনেক কোম্পানি ওয়েবসাইট গুলোতে তাদের পন্য বা সেবার প্রচার করে থাকে। এখন কোম্পানি গুলো সরাসরি তাদের পণ্যের প্রচার করার জন্য ওয়েবসাইট ওনারের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। সুতরাং এখানে মনিটাইজেশন কোম্পানি গুলো কোম্পানির কাছ থেকে বিজ্ঞাপন পেয়ে থাকে এবং সেই বিজ্ঞাপন মনিটাইজেশন কোম্পানির অধীনে থাকা ব্লগ গুলোতে প্রচার করে থাকে।

ব্লগ মনিটাইজেশন করার শর্ত গুলো নিয়ে আলোচনা করা যাক…….

১. আপনার ব্লগে অবশ্যই ভালো মানের লেখা থাকতে হবে। যেন ভিজিটর আপনার ব্লগে প্রবেশ করে বেরিয়ে না যায়। আপনার ব্লগে ভিজিটর তাদের সময় ব্যায় করবে।

২. আপনার ব্লগে প্রাইভেসি পলিসি এবং আপনার সম্পর্কে একটি করে পেজ থাকতে হবে। প্রাইভেসি পলিসির মাধ্যমে আপনার আপনার ভিজিটরের কাছ থেকে কোন ধরনের তথ্য সংরক্ষন করছেন এবং কেন করছেন ইত্যাদি বিষয় গুলোর একটি নির্দশনা থাকে।

৩. আপনার ব্লগে যে লেখা গুলো লিখবেন সেটা যেন কখনো কন্টেন্ট পলিসি ভাইলেয়েট না করে সে দিকে নজর রাখতে হবে। কন্টেন্ট পলিসি হল লেখার বিষয় যেমন আপনি কোন ভাবেই এডাল্ট, অস্ত্র, কাউকে হেয়ো করে কোন কিছু প্রকাশ, জুয়া, মদাক, ইত্যাদি বিষয় গুলো নিয়ে লিখতে পারবেন না।

গুগল এডসন্স কন্টেন্ট পলিসি

৪. সর্বপরি আপনার ব্লগে ভিজিটর থাকতে হবে। আপনার ব্লগের লেখা ভালো এবং আপনি গুগল পলিসি গুলো সঠিক ভাবে পালন করেছেন। তার পরেও আপনার ব্লগটি মনিটাইজ হবে না যদি আপনার ব্লগে ভিজিটর না থাকে।

৫. আপনার বয়স ১৮ বছর হতে হবে।

Google Publisher Policies

This div height required for enabling the sticky sidebar