জিপি এসএমএস অফার
জিপি বা গ্রামীনফোন এর একটি বিশেষত্ব হলো অল্প টাকায় তাদের লোভনীয় সব মিনিট অফার এবং এসএমএস অফার। জিপি এসএমএস অফার এ লেখাটিতে আজ আমরা জিপির এমন কিছু এসএমএস অফার নিয়েই কথা বলব। বাংলাদেশে সবচেয়ে বেশী ব্যবাহৃত এবং দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক সার্ভিস জিপি প্রভাইড করে থাকে। এর ইন্টারনেট স্প্রিড খুবি দ্রুত তবে তাদের ইন্টারনেট প্যাকের দামটা একটু বেশী হয়ে থাকে।
আর তাছারা জিপি নতুন এন্টি করেছে তাদের ভোল্ট নেটওয়ার্ক যার কারনে এখান জিপি নেটওয়ার্কে কথা খুবি স্পস্ট আসে। জিপি বা গ্রামীনফোন থেকে আপনারা খুবি কম মূল্যে খুবি ভালো পরিমানের এসএমএস প্যাক কিনে নিতে পারবেন। প্রথমেই আপনাদের আমি বলবো জিপি কোড দিয়ে কীভাবে জিপি এসএমএস প্যাক কিনবেন। আর তার পর শেষের দিবে আপনাদের সাথে একটি মজার কৈশল শেয়ার করব। You can also see the more details about GP SMS pack
জিপি এসএমএস অফার কোড দিয়ে
এখানে আপনাদেরকে টেবিল করে সকল এসএমএস প্যাকের না সাথে তাদের কোড আর তাদের মেয়াদ দিয়ে দিলাম। আপনি চাইলে কিনে নিতে পারবেন। তবে আরও বিস্তারতি জানতে আমাদের লেখা এ প্যাকগুলো নিয়েই কিছু কথা তা আপনারা পড়ে নিতে পারবেন। কারন আমি সে লেখা গুলোতে লিখে দিয়েছি যে কারা এ অফারগুলো পাবে আর কারা এ অফারগুলো পাবে না। কারন আনেক ক্ষেত্রে অনেক ইউজারদের যে স্টিক ইউজারা কিছু অফার ইউজ করতে পারে না। আবার আরও কিছু প্রগ্যাম আছে আপনি যুদি এগুলো ইউজার হয়ে থাকেন তবে নাও পেতে পারেন।
এসএমএস প্যাক এর নাম মূল্য এসএসএস প্যাক কোড মেয়াদ
২৫ এসএমএস ২ টাকা *১২১*১০১৫*২# ৩ দিন
১০০ এসএমএস (যে কোনো নাম্বারে) ৫ টাকা *১১১*১০*০৬# ৩ দিন
১০০ এসএমএস (জিপি টু জিপি) ৭ টাকা *১২১*১০১৫*১# ৪ দিন
৫০ এসএমএস ৭ টাকা এমএসএস এর মাধ্যমে ১ দিন
এখানে আমি শেষেরটির কোনো কোড দেইনি। আপনারা নিচে স্ক্রল করলে এ প্যাকটি কিভাবে কিনবেন তা জানতে পারবেন।
জিপি ২৫ এসএমএস ২ অফার
২ টাকায় ২৫ এসএমএস এ অফারটি অনেক আগেথেকেই চলে আসছে। আর এখও এ অফারটি চালু আছে।
- আপনি জিপিতে ২৫ এসএমএস ২ টাকা এ অফারটি যত খুশি ততবার নিতে পারবেন।
- মেয়াদ বেশী হওয়ায় আপনি আপনার এসএমএস প্যাকটি একদিনে ইউজ না করতে পারলে পরের দিনও করতে পারবেন।
- যেকোনো প্রিপেই এবং পসপেইড গ্রাহকরা এ অফারটি নিতে পারবেন।
- স্কিট ইউজাররা এ অফারটি নিতে পারবেন না।
- জিপি টু জিপি বা অন্য যে কোনো অপারেটরে এসএমএস পাঠাতে পারবেন।
- *১২১*১*২# ডায়েল করলে আপনার মিনিট ব্যালেন্স চলে আসবে। এ কোড দিয়ে আপনারা যে কানো মিনিট কোড দেখে নিতে পারবেন।
জিপি ১০০ এসএমএস ৫ অফার
এ অফারটি জিপি ২০২০ সালে চালু করেছে আর এখনও এ অফারটি চলছে। আর তাই ২০২১ সালে এসেও আপনি এ অফারটি কিনে নিতে পারবেন। বলতে গেলে মেয়াদ বেশী হওয়ায় এবং এসএমএস এর পরিমান বেশী হওয়ায় এ এসএমএস অফারটি জিপি কাস্টমাররা বেশী কিনে থাকে।
- অফারটি আপনি যত খুশি ততবার নিয়ে নিতে পারবেন।
- জিপি টু জিপি বা অন্য যে কোনো অপারেটরে এসএমএস পাঠাতে পারবেন।
- যে কোনো জিপি পিপ্রেইড ইউজার এ অফারটি নিয়ে নিতে পারবেন।
- ভলজ ফোন, জিপিপিপি এবং বিপিও ইউজাররা এ অফারটি নিতে পারবেন না।
- যারা ডিজুস ইউজার তারা অফারটি কোড ছারাও এসএমএস করেও নিতে পারবেন। আর সেজন্য আপনার ফোন এসএমএস
- অপশন থেকে D টাইপ করে ৯৯৯ নাম্বারে সেন্ট করে দিলেই এ অফারটি আপনার ডিভাইসে অন হয়ে যাবে।
- ডিজুস ইউজার ছারাও যারা সাধারণ প্রিফেইড প্রগ্যাম ব্যবাহর করেন তারাও এসএমএস এর মাধ্যমে অফারটি নিয়ে নিতে পারবেন। সে জন্য আপনারা D টাইপ করবেন না। আপনারা মেসেজ অপশনে গিয়ে START লিখে ৯৯৯৯ নাম্বারে সেন্ট করে দিলেই এসএমএস অফারটি অন হয়ে যাবে।
- ব্যালেন্স চ্যাক করতে *৫৬৬*২# ডায়েল করলেই হবে।
জিপি ১০০ এসএমএস ৭ অফার
জিপি ১০০ এসএমএস ৭ অফার এর কথা ধরলে আসলে এ অফারটি শুধু মাত্র জিপি টু জিপি ইউজারাদের জন্য এভেল্যাবল আছে।
অফারটি নিয়ে নিতে পারবেন যত খুশি ততবার।
- অফারটি শুধু মাত্র জিপি টু জিপি ইউজ করতে পারবেন। এ এসএমএস অফারটি আপনি অন্য যে কোনো অপারেটরে ব্যবহার করতে পারবেন না।
- এ অফারটিতে ভ্যাট অ্যাড করা আছে আর তাই ৭ টাকার বেশী কেটে নিতে পারে।
- এ অফারটি আপনি শুধু কোড ডায়েল করার মাধ্যমে নিতে পারবেন।
- এসএমএস পদ্বতিতে আপনি এ অফারটি নিতে পারবেন না।
জিপি ৫০ এসএমএস ৭ অফার
এ অফারটি আপনে কোনো কোড ডায়েল করে নিয়ে নিতে পারবেন না। আপনাকে এ অফারটি নিতে এসএমএস পদ্বতি ব্যবহার করতে হবে। আর সেজন্য আপনাকে আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে S3 আর তার পর ৮৪২৬ নাম্বারে সেন্ট করে দিতে হবে। সাতে সাথে আপনার অফারটি এক্টিভ হয়ে যাবে। আর আপনি ইউজ করে নিতে পারবেন। নিয়ে নিতে পারবেন যত খুশি তাত বার।
তবে আপনি এ অফারটির মাধ্যমে জিপি টু জিপিই শুধু এসএমএস সেন্ড আর রিসিভ করতে পারবেন। এ অফারটিতে আপনার থেকে তারা ভ্যেট কেনে নিবে। এবার আমি আপনাদের সামনে সে কৈশলটি তুলে ধরবো যার মাধ্যমে আপনি খুব অল্প টাকায় অধিক মেয়াদে ভালো মিনিট প্যাক কিনে নিতে পারবেন। এ কৈশলটিতে আপনি ৩০ দিনের জন্য ১০০০ যে কোনো লোকাল নাম্বারে মাত্র ৩৬ টাকায় নিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে কস্ট করে কোনো প্রকার কোড ডায়েল করতে হবে না। এটা আপনি খুব সহজেই করে নিতে পারবেন।
৭৭ মিনিট এবং ৫০ এসএমএস টাকা ৫৩
এ অফারটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা যুদি এসএমএস এবং মেয়াদ আর সাথে একটা ভালো মিনিট প্যাক চান তবে আপনাদের আমি এ প্যাকটি সাজেস্ট করবো।
এ অফারটিতে মাত্র ৫৩ টাকায় আপনি পেয়ে যাবেন ৫০ এসএমএস সাথে ৭৭ মিনিট যার মেয়াদ ৭ দিন। অফারটি নেওয়ার জন্য আপনাকে যে নিয়মগুলো অনুসরাণ করতে হবে তা আমি নিচে আলোচনা করে দিলাম। এই টকটাইম অফারটি পেতে, যোগ্য গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৪০০৪#।
গ্রাহক 77 মিনিট (জিপি-যেকোন স্থানীয় অপারেটর), ৫০ টি নেট এসএমএস পাবেন মিনিটের মেয়াদ 0৭ দিন ব্যবহারযোগ্য ২৪ ঘন্টা
মেয়াদ শেষ হওয়ার পরে, যদি কোন গ্রাহকের কাছে কোন অবশিষ্ট মিনিট থাকে, তাহলে তা বাজেয়াপ্ত করা হবে। যাইহোক, যদি কোন গ্রাহক মেয়াদকালের মধ্যে পুনরায় ক্রয় করে, মিনিট যোগ করা হবে এবং উচ্চতর বৈধতা দেওয়া হবে।
ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময়, ‘বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট’ এর জন্য, প্রিপেইড গ্রাহকদের জন্য ক্রয় সীমা ১০ টাকা থেকে ১০০ টাকা এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য ১০ টাকা থেকে ৫০০০০টাকা। ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
যার মানে আপনি এ অফারটিতে যে এসএমএস প্যাকটি পেয়ে যাবেন সে এসএমএস প্যাকটি আপনি শুধু মাত্র জিপি টু জিপি ইউজ করতে পরবে।
আপনাকে ফেক্সিপ্লেন অ্যাপটি আপনার ফোনে ইন্সট করতে হবে না। আপনি শুধু নিচের লিংকটি থেকে একাউন্ট করে কিনে নিতে পারবেন।
ফেক্সি প্লান জিপি ওয়েবসাইটে নো অ্যাপ
1. আপনাকে প্রথকে এখানে বাটনটিতে ক্লিক করে জিপির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2. এর আপনাকে একাউন্ট করতে হবে। আপনি চাইলে আমাদের স্ক্রিনসর্টে দেখে নিতে পারবেন।
3. যে আইকনটি আমি এখানে সবুজ রং দিয়ে ড্র করে দিয়েছি সে আইকনটি একাউন্ট খুলার পূর্বে সাদা রং এর থাকবে। আপনি একাউন্ট করার পর এ আইকনটি কালো হয়ে যাবে। যে মনটি আমার স্কিনসর্টটিতে দেখতে পাচ্ছেন।
4. আপনার কাছে একাউন্ট করার সময় তারা আপনার গ্রামীন বা জিপি নাম্বারটি চাইবে।
5. আপনি নাম্বারটি দেওয়ার পর তারা আপনার ফোনটিতে কোড পাঠাবে। আপনি এসএমএস বক্সে কোডটি দেখতে পেয়ে যাবেন।
6. আপনি সে কোডটি কপি করে এনে পেস্ট করে দিলেই আপনার একাউন্ট হয়ে যাবে।
7. আপনার একাউন্ট ফেক্সিপ্লেনে করা থাকলে তারা আপনার কাছে ইউজার নেম চাইবে না। আর একাউন্ট না থাকলে তারা আপনার কাছে আপনার ইউজার নেম চাইতে পারে।
ফেক্সিপ্লেনে বিশাল সুবিধা
ফেক্সিপ্লেন থেকে এসএমএস প্যাক কিনলে আপনি পাবেন বিশাল সুবিধা যা আপনি অন্য কোনো অপারেটরে দেখতে পাবেন না বা অন্য কোনো অফারে দেখতে পাবেন না।
ফেক্সিপ্লেন থেকে এসএমএস কিনতে আপনাকে কোনো কোড এন্টার করতে হয় না। আপনাকে তাদের অ্যাপও ডাউনলোড করতে হয় না। আপনি তাদের ওয়েবসাইট ব্যাবহার করই কিনে নিতে পারেন আপনার যে প্যাক প্রয়োজ সে সবগুলোই।
আপনি যখনই কোনো এসএমএস প্যাক ফেক্সিপ্লেন থেকে কিনবেন তখন আপনি আপনি আপনি সেখানে একমাত্র এসএমএস ছারা বাকি সব শূণ্য করে দিবেন।
আর তার পর আপনার এসএমএস প্যাকটি বাছাই করে এবার মনের মতো করে আপনার এসএমএস এর মেয়াদ বসান। এর জন্য আপনার এসএমএস প্যাকের মূল্যের এক টাকাও বাড়বে না।
যার মানে আপনি ২০০ এসএমএস ১ দিনের জন্য কিনলে যে ১১ টাকা কাটবে এ ২০০ এসএমএস ১৩ দিনের জন্য কিনলেও সে একি অথ্যাৎ ১১ টাকাই কাটবে।
তবে আপনার এসএমএস এর পরিমান পাল্টালে বা ৫০ থেকে ২০০ অথবা ২০০ থেকে আরও একটু বেশী এমন করলে আপনার প্যাকের মূল্যা বেড়ে যাবে।
Click the above button to visit next page