Cookie Policy
কুকি নীতি
কুকি নীতির মাধ্যমে আপনি বুঝতে পারবেন, কুকি নীতি কি? আমরা কিভাবে কুকি নীতি ব্যবহার করি ইত্যাদি বিষয় আইনী বাধ্যতামূলক চুক্তি। আপনি এই নীতি পড়ার মাধ্যমে বুঝতে পারবেন, আমরা কিভাবে আপনার দেওয়া তথ্য গুলো ব্যবহার করছি।
আপনাদের ব্যাক্তিগত ডাটা কিভাবে ব্যবহার, সংরক্ষন, সঞ্চয় করি ইত্যাদি বিষয় বুঝার জন্য আমাদের Privacy Police দেখে আসতে পারেন।
কুকি কি?
আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন তখন আমরা কিছু ছোট ছোট ফাইল আপনার কম্পিউটারে সংরক্ষন করি। পরর্বতীতে আমাদের ওয়েবসাইট ব্যবহার করার সময় যেন আমরা আপনার পছন্দ এবং অপছন্দের বিষয় গুলো বুঝতে পারি।
তবে হ্যাঁ, আপনি যত ক্ষন আমাদের ওয়েবসাইটি ব্যবহার করেন আমরা তত ক্ষন পর্যন্ত এই কাজটি করি। যখন আপনি আপনার ব্রাউজারটি বন্ধ করে দেন তখন আমাদের কুকিজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
অবশ্য অবিচ্ছিন্ন কুকিগুলো ওয়েবসাইট ব্যবহার করার পরেও এবং কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বন্ধ করার পরেও বিদ্যমান থাকে।
আবার তৃতীয় পক্ষ দ্বারা কুকিজ সেট করা যেতে পারে। যেমন আমাদের ওয়েবসাইটে কোন ধরনের বিজ্ঞাপন থাকলে এবং আপনি সেই বিজ্ঞাপনে ক্লিক করলে তৃতীয় পক্ষ তা বুঝতে পারে।
আপনি কুকি ব্যবহার করতে না চাইলে।
আপনি যদি কুকি ব্যবহার করতে, না চান। তাহলে, আপনার ওয়েব ব্রাউজারের সিটিং অপশন থেকে কুকি ব্যবহারের অনুমতি বন্ধ করে দিতে পারবেন।
তবে মনে রাখবেন আপনি যদি কুকি বন্ধ করে দেন তাহলে সেই ওয়েবসাইটের পরিষেবাগুলো পরির্বতীতে ব্যবহার করতে পারবেন না।
কুকি নীতি পরির্বতন বা সংশোধন
এই ওয়েবসাইটের কোন পলিসি নীতি বা কুকিজ নীতি পরির্বতন করার অধিকার মাইবিডিব্লগ.কম সংরক্ষন করে থাকে। আমরা যখন কোন আপডেট করব তখন সেই আপডেটের নটিফিকেশন পেয়ে যাবেন।
কুকি নীতি গ্রহন
আপনি স্বীকার করছেন যে এই নীতির সাথে আপনি সম্নত। আপনি এই পরিষেবা ব্যবহার করার মাধ্যমে এর নীতি দ্বারা আবদ্ধ হতে সম্নত হন। আপনি এই নীতি বা শর্তাদি ব্যবহার করতে সম্নত না হলে, আমাদের ওয়েবসাইট ব্যবহারের অনুমতি আপনার নেই।
যোগাযোগ
আপনি এই নীতি বিষয় বিশাদ আকারে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের ইমেইল করতে পারেন info@mybdblog.com
এই নীতি সর্ব শেষ আপডেট ২৫ শে ডিশেম্বর ২০২০