MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ করে অনলাইন আয়

ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ করে অনলাইন থেকে আয় করার সহজ মাধ্যম। যে কেউ এই কাজ করে আয় করতে পারবে। শুধু আপনাকে জানতে হবে কি ভাবে কাজটি করতে হবে। আজকে এই রকম একটি ওয়েবসাইট userlytics নিয়ে আলোচনা করা হবে।

ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ কেন করা হয়

ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করার পর দেখতে হয় তার গ্রহন যোগ্যতা। আপনি একটি ওয়েবসাইট এবং অ্যাপ তৈরি করার পর মানুষ কতটা সহজে ব্যবহার করতে পারছে, তা দেখার জন্য ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ করা হয়।

একটি বিষয় লক্ষ করলে দেখবেন যে, অনেক ওয়েবসাইট ভিজিট করার পর আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। কারন একটাই আমরা বুঝতে পারি না ওয়েবসাইটের কোথায় কোন বিষয়টা আছে। অথবা ওয়েবসাইটের গঠন আমাদের কাছে খুব জটিল মনে হয়।

এই কারন প্রতিটি বিজনেজ রিলেটেড ওয়েবসাইট রিভিউ করা হয়। যেন কাস্টমারের বুঝতে সমস্যা না হয়।

Ubertesters ওয়েবসাইট থেকে আয় করার উপায়

আলোচনার বিষয় বস্তু

  • Userlytics ওয়েবসাইটের বিষয়বস্তু কী?
  • Userlytics ওয়েবসাইটের কাজ করার জন্য কী কী লাগবে?
  • Userlytics সাইন আপ করার পদ্ধতি।
  • Userlytics কাজ শেখার উপায়।

Userlytics ওয়েবসাইট

Userlytics ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ রিলেটেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট রিভিউ করতে পারবেন। হাজার হাজার ওয়ার্কার আছে Userlytics ওয়েবসাইটে কাজ করার জন্য। যারা Userlytics ওয়েবসাইটে কাজ করে তাদের টেষ্টার বলা হয়।

Userlytics, Usertesting, Testbirds, ইত্যাদি প্রায় একই ধরনের ওয়েবসাইট।

আপনি একজন ফ্রিল্যান্সার হলে এই ওয়েবসাইট রিভিউ করার কাজ করে আয় করতে পারবেন।

Userfeel ওয়েবসাইট থেকে আয়ের উৎস

প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার

ডেক্সটপে টেষ্টার হয়ে কাজ করতে চাইলে যা যা লাগবে

  • ডেক্সটপে টেষ্টার কাজ করতে চাইলে Mac with OSX 10.13 or Higher and PC with Windows 7 or Higher.
  • Standard Browser Like Chrome, Firefox, Safari, etc.
  • প্রায় প্রতিটি টেষ্টার কাজের জন্য মাইক্রোফোন লাগবে। প্রফেশনাল মাইক্রোফোন থাকা টা জরুরি। মাইক্রোফোন ক্রয় করার জন্য সাজেশন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
  • কিছু কিছু টেস্টের জন্য ওয়েবক্যান দরকার হয়।
  • স্ক্রিন রেকর্ডার লাগেব। আপনি যে ওয়েবসাইটের টেষ্টার হয়ে জয়েন করবেন সেই ওয়েবসাইট আপনাকে স্ক্রিন রেকডার্র প্রভাইড করবে। Downlaod Userlytics screen recorder.

মোবাইল ফোনে টেষ্টার হয়ে কাজ করতে চাইলে যা যা লাগবে

  • Android 5.0 (Lollipop), or higher
  • iPhone with iOS 11 or Higher
  • Standard Browser like Chrome, Safari…
  • Microphone
  • Front-camera for some tests
  • Userlytics APP ( Download )

Userlytics ওয়েবসাইটে জয়েন

টেষ্টার ওয়েবসাইটে জয়েন করার জন্য বেসিক কিছু বিষয় পূরণ করতে হয়। দুইটি বিষয় পূরণ করলেই টেষ্টার ওয়েবসাইটে কাজ করার অনুমতি পাওয়া যায়।

সাইন-আপঃ টেষ্টার ওয়েবসাইটে জয়েন করার জন্য ১৬ বছর বয়স হওয়াটা জরুরি। সাথে সাথে Terms of use, Privacy policy and data transfer policy শর্ত পালন করতে হয়।

Userlytics sing up

Interact with a web or mobile app

সাইন আপ ক্লিয়ার হওয়ার পর তারা আপনার সাথে যোগাযোগ করবে অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে। নিচের দেওয়া ছবি টার দিকে লক্ষ করুন।

সোস্যাল মিডিয়া ম্যানেজার জব

  Interact with a web or mobile app

Video Tutorial For Userlytics

কাজ পাওয়ার জন্য দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। ওয়েবসাইটের দেওয়া টেষ্টে আপনাকে পাস করতে হবে। দুই, ইংরেজি জানতে হবে।

Payment

একটি টেষ্ট শেষ করার জন্য $৫, $১০, $১৫, $২০ ডলার পর্যন্ত পেমেন্ট পাবেন। কিছু হাই পেমেন্ট টেষ্ট পাওয়া যায় মাঝে মাঝে, যেখানে প্রতিটি টেষ্টের জন্য $৯০ ডলার পর্যন্ত পাওয়া যায়।

Payment

শুধু একটাই সমস্যা বাংলাদেশের জন্য, আর সেটা হল পেপাল। টেষ্টার ওয়েবসাইট গুলো পেপাল ব্যতিত অন্য কোন মাধ্যমে পেমেন্ট করে না।

তারপরেও আপনি কাজ করতে চাইলে করতে পারবেন শুধু ভেরিফাই পেপাল ওনার খুঁজে বের করতে হবে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

টেষ্টার হওয়ার জন্য যা করতে হবে

আপনি চাইলে ইউটিউবে বিভিন্ন টেস্টারদের কাজ দেখে কাজ শিখতে পারেন। অথবা টেষ্টার হওয়ার জন্য Udemy থেকে কোর্স করতে পারেন।

ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ করে আয় করা যায় এমন ওয়েবসাইটের লিষ্ট

Ubertesters

UserTesting

Testbirds

TryMyUI

Userfeel

Userlytics ওয়েবসাইটি বিষয় বিস্তারিত ভাবে জানার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar