MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

ছবি বিক্রয়, আপলোড করে আয় করার মোবাইল অ্যাপ

প্রতিদিন লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হচ্ছে। এবং প্রতিটি ওয়েবসাইট গ্রাফিক্স কাজের জন্য ছবি দরকার। এই সুযোগকে কাজে লাগিয়ে ছবি বিক্রয় বা আপলোড করে আয় করতে পারেন। আপনি একজন ফটোগ্রাফার হয়ে থাকলে এই সেক্টরে আপনার অনেক সম্ভবনা আছে।

সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া দরকার। অবশ্য প্রফেশনাল ফটোগ্রাফার না হলে যে আয় করতে পারবেন না, এমন টা নয়।

সোস্যাল বুকমার্কিং ওয়েবসাইট থেকে ফ্রি আয়

ছবি বিক্রয় করার ওয়েবসাইট গুলো প্রতিদিন লক্ষ লক্ষ ডলার আয় করছে শুধু ছবি বিক্রয় করে। সাধারনত ছবি বিক্রয় করার ওয়েবসাইট বা অ্যাপ গুলো তৃতীয় পক্ষ হয়ে কাজ করে।

তৃতীয় পক্ষ হয়ে কাজ করার জন্য কিছু কমিশন দিতে হয়। ধরুন আপনার একটি ছবি বিক্রয় করলেন ১০ ডলারে। তাহলে তৃতীয় পক্ষ ২% কমিশন কর্তন করবে। অনেক সময় কমিশন পারসেন্ট বৃদ্ধি পেতে পারে।

ছবি তোলার ক্যামেরা

আপনার উদ্দশ্য হল ছবি বিক্রয় করার। সুতরাং আপনার কাছে ভালো মানের ক্যামেরা থাকাটা জরুরি। প্রথম অবস্থায় অনেক বেশি দামি ক্যামেরা ক্রয় করার দরকার নেই। একটি মাধ্যমিক মানের ক্যামেরা থাকলে কাজ করতে পারবেন।

আপনার ভালো মানের মোবাইল ফোন থাকলে ক্যামেরা ক্রয় করার দরকার নেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ছবি তোলার টেকনিক। আপনার ছবি তোলার দক্ষ যত বৃ্দ্ধি পাবে তত বেশি ছবি বিক্রয় করতে পারবেন।

ছবি তোলার দক্ষ অর্জন করার জন্য ইউটিউব ভিডিও দেখতে পারেন। প্রতিদিন দুই থেকে তিনটি আইডিয়া নিয়ে কাজ করুন।

ছবি বিক্রয় করে কত টাকা আয় করা সম্ভব?

এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে কাজের উপর। একই ছবি কখনো ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে আপলোড করে আয় করা যাবে।

আপনি ছবি আপলোড করার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার ওয়েবসাইটে ছবি আপলোড করে বিক্রয় করা যায়।

একজন প্রফেশনাল ফটোগ্রাফার প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকে।

ছবি আপলোড দিয়ে আয় করা যায় এমন অ্যাপ

আমি কিছু অ্যাপ নিয়ে আলোচনা করব যা দিয়ে আপনি ছবি আপলোড দিয়ে আয় করা যায়। চেষ্টা করব বিষয় গুলো বিস্তারিত ভাবে আলোচনা করার।

একটা বিষয় মনে রাখবেন, আজকে কাজ শুরু করলে যে কালকে থেকে আয় করতে পারবেন তা কিন্তু নয়।

আয় করার জন্য আপনাকে পরিশ্রম করার সাথে সাথে সঠিক পদ্ধতি ব্যবহার করে আয় করার চেষ্টা করতে হবে। প্রথম অবস্থায় হয়তো আয় করতে পারবেন না। কিন্তু চেষ্টা করতে থাকলে একটা সময় আয় হবে।

আপনি জানেন কী! সিভি লিখে অনলাইন থেকে আয় করা যায়

EyeEm মোবাইল ফটো বিক্রয় অ্যাপ

EyeEm Photo selling apps
  • প্রায় ৮ মিলিয়ন মানুষ এই অ্যাপের সাথে জড়িত।
  • আপনি EyeEm প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পুরষ্কার জিততে পারেন।
  • আপনি আপনার ছবি বিভিন্ন নামি দামী ব্রান্ডে জমা দিতে পারবেন যেমন, Apple Music, Converse, Spotify and Canon.
  • EyeEm community, technology, and Tutorials উন্নত ফটোগ্রাফার হওয়ার জন্য সহযোগিতা করবে।
  • আপনার ছবির ফিলটার, স্টাইল, এডিট করার অপশন পাবেন EyeEm অ্যাপে।
  • EyeEm কমিনিটি আছে যেখান থেকে ছবি বিক্রয় করার সমস্যার সমাধান নিতে পারবেন।
  • আপনার ছবির কপিরাইট ক্লাইম করতে পারবেন এবং কোন ছবি বিক্রয় করবেন তা আপনি নিজে নির্ধারন করবেন।

Twenty20 Photo Selling Apps

Twenty20 Photo Selling Apps
  • Twenty20 অ্যাপনি মোবাইল ফটোগ্রাফির জন্য জনপ্রিয় অ্যাপ।
  • আপনার ফটো বিক্রয় করার জন্য ডিজাইনার, এজেন্সি, এবং বিশ্বমানের গ্রাহক পাবেন।
  • একটি ফটো একাধিকবার বিক্রয় করতে পারবেন।
  • প্রতিদিনের ফটো চ্যালেঞ্জ অংশ গ্রহন করে জিতে নিতে পারবেন পুরস্কার।
  • ইচ্ছামত ফটো আপলোড করতে পারবেন আপনার স্টোরে।
  • সম্পূর্ণ ফ্রি ভাবে Twenty20 ব্যবহার করা যায়।
  • আপনি চাইলে আপনার ছবির ব্যক্তিশর্তা ফিরিয়ে নিতে পারবেন।
  • অ্যাপ রিভিউ ৪.৫ আউট অফ ৫।
Photo selling apps review

Foap Online Photos Selling App

Foap images selling apps
  • আপনার ছবি foap.com ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করতে পারবেন।
  • সব থেকে উচ্চ পর্যায়ের ব্রান্ডের কাছে ছবি বিক্রয় করে আয় করা সুবিধা আছে।
  • Foap এর কন্টেন্ট পার্টনার Getty Images আপনার ছবি বিক্রয় করার জন্য সহযোগিতা করবে।
  • নিজের ছবির পোর্টফলিও তৈরি করা যায়। যার কারনে বায়ার একক ভাবে আপনার ছবি দেখতে পারবে।
  • প্রতিটি ছবি বিক্রয় করার পর Foap থেকে ফিডব্যাক পাবেন।
  • মোবাইল থেকে সরাসরি ছবি আপলোডের সুযোগ থাকছে।
  • ইচ্ছ মত ইমেজ আপলোড করতে পারবেন।
  • ক্যাশ আউট করার জন্য পেপাল ব্যবহার করা যাবে।
  • প্রতিবার ছবি বিক্রয় করার জন্য কোম্পানির কমিশনের ৫০% পাবেন।
Foap review

Stock Photos Dreamstime

Dreamstime photo apps
  • ১০০% রয়েলিটি ফ্রি ইমেজ লাগবে।
  • প্রায় ১৪৬ মিলিয়ন ফলো আছে এই ওয়েবসাইটে
  • খুব সহজে একাউন্ট তৈরি করা যায়। এবং ছবি বিক্রয় করা তুলনা মূলক ভাবে সহজ।
  • যে কোন ডিভাইস ব্যবহার করে ছবি বা ইমেজ আপলোড করা যায়।
  • একই ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়।
Dreamstime review

Snapwire – Sel Your Images

Snapwire
  • Snapwire থেকে আয়োজন করা বিভিন্ন ছবি Challenges অংশ গ্রহন করে আয় করে নিতে পারেন অর্থ।
  • আপনার কাজের মানের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নামি দামি ব্রান্ডকে অফার করতে পারবেন আপনার ছবি নেওয়ার জন্য।
  • সুন্দর পোর্টফলিও তৈরি করতে পারবেন। যা আপনি যে কোন ক্লাইন্ট কে শো করাতে পারবেন।
  • আপনার পোর্টফলিওটি বন্ধ, ফেন, ক্লাইন্টের কাছে শেয়ার করা যাবে।
  • কোন ক্লাইন্ট আপনার ছবি ক্রয় করলে, অন্য ছবি বিক্রয় মার্কেট প্লেসের থেকে বেশি কমিশন পাবেন।
  • পয়েন্ট কালেক্ট করার অফশন আছে যা থেকে লেভেল আপ করা যায়। লেভেল আপ হওয়ার সাথে সাথে আপনি বিভিন্ন সুবিধা পাবেন।
  • আপনার কোল্ড ড্রাইভ, ক্যামেরা এবং গ্যালারি থেকে সরাসরি ছবি আপলোড করার সুবিধা আছে।

আপনি এই কাজ গুলো করে অনলাইন থেকে আয় করতে পারেন

Alamy ছবি বিক্রয় করার ওয়েবসাইট

alamy image selling website

Alamy এখন পর্যন্ত ১ মিলিয়ন ডলার পেমেন্টে করেছে তাদের সেলারদের। আপনার আপলোড কৃত ছবি বিশ্বব্যাপি বায়ারের কাছে পৌচ্ছে যাবে।

যার মাধ্যমে আপনার ছবি বিভিন্ন নিউজ পেপার, বুক, বিলবোর্ড, টিভি শো, এবং ওয়েবসাইটে ব্যবহৃত হবে। আপনার কাছে একটি এনালাইটিক অপশন থাকবে যার মাধ্যমে বুঝতে পারবেন কোন ধরনের ছবি বেশি বিক্রয় হচ্ছে বা হবে।

আপনার আপলোড কৃত ছবি কন্ট্রোল সম্পূর্ণ ভাবে আপনার কাছে। সুতরাং অন্য কেউ আপনার ছবি এডিট করতে পারবে না।

আপনার আপলোড কৃত ছবিটি বিক্রয় করার জন্য ২৪ ঘন্টা পর ওয়েবসাইটে বিক্রয় জন্য পাওয়া যাবে। ছাত্রদের জন্য ছবি বিক্রয় কৃত টাকা ১০০% কমিশন প্রদান করা হয়, মিনিমাম ২ বছর।

একাউন্ট ওপেন করার প্রসেস

Alamy Photo selling website

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar