MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

বিশ্বাস যোগ্য সার্ভে করে আয় করার ওয়েবসাইট Surveys

অনলাইনে কাজ করে আয় করতে চাইলে প্রথম দিকে যে সকল কাজের কথা জানা যায় তার মধ্যে surveys একটি। যদিও surveys করে তেমন বেশি আয় করা সম্ভব নয়। তার পরেও কিছু দিক নির্দশনা পালন করতে পারলে আয় করা সম্ভব surveys করে।

আমি আজকে এই লেখার মাধ্যমে আপনাদের surveys রিলেটেড কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে কিছু ওয়েবসাইটের নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি survey করে আয় করতে পারবেন।

survey ওয়েবসাইট থেকে আয় করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। যা আপনাদের সাথে খুবেই সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করা হবে।

সোস্যাল বুকমার্কিং ওয়েবসাইট থেকে ফ্রি আয়

সাথে এই বিষয়টা আলোচনা করা হবে যে, survey ব্যতিত অন্য কোনো কাজ আছে যা সহজ।

তাহলে চলুন শুরু করা যাক…

Survey কি?

নিদিষ্ট একটি বিষয় কে কেন্দ্র করে মানুষের মতামত সংগ্রহ করাকে survey বলা হয়। একটা উদাহরন দেওয়া যাকঃ আপনি বর্তমানে যে কোম্পানি কম্পিউটার মনিটর বা মোবাইল ফোনটি ব্যবহার করেছেন তার উপর আপনাকে কিছু প্রশ্ন করা হল আপনি সেই সকল প্রশ্নের উত্তর প্রদান করে survey সম্পূর্ণ করতে পারেন।

সাধারনত survey করার ক্ষেত্রে কোন ধরনের পেমেন্ট করা হয় না। কিন্তু surveys কাজে তৃতীয় মাধ্যম আসার পর থেকে কিছু অর্থ কাস্টমারকে প্রদান করা হয়।

Survey কেন করা হয়?

কোম্পানি গুলো তাদের পণ্য বা সেবার মান যাচাই করার জন্য Survey করায়। এতে করে সেই কোম্পানি টি বুঝতে পারেন তাদের পণ্য সম্পকের্ মানুষের মতামত কি? অথবা মানুষ পণ্যটির কোন কোন দিক গুলো সঠিক মনে করছে।

অথবা সেই পণ্য বা সেবার মধ্যে কোন ধরনের সমস্যা থাকলে কোম্পানি সেটাও বুঝতে পারে।

আরও একটি কারনে সার্ভে করা হয় সেটা হল নতুন কোন পণ্য সৃষ্টি করার আগে। আপনি নতুন একটি অনলাইন ভিত্তিক সেবা চালু করতে চাচ্ছেন কিন্তু মানুষ আপনার সেবাকে কত টা পছন্দ করবে সেটা আগে থেকে জানার জন্য সার্ভে করতে পারেন।

নতুন কোন পণ্য বা সেবা বাজার জাত করার আগে সার্ভে করাটা বুদ্ধি মানের কাজ। এই কাজের মধ্য দিয়ে আপনি ‍বুঝতে পারবেন পণ্যটি মার্কেটে নিয়ে আসলে কতটা সফল হবে।

যে কোন কোম্পানি তাদের সার্ভে কাজ করার জন্য তৃতীয় পক্ষকে হায়ার করে থাকে। তৃতীয় পক্ষ বলতে যে কোম্পানি গুলো যে গুলো সার্ভে কাজ করে থাকে তাদের কথা বলা হয়েছে।

আমার একটি কোম্পানি আছে এবং আমি কিছু পণ্যের সার্ভে করতে চাই। সে ক্ষেত্রে আমি তৃতীয় কোন মাধ্যমকে হায়ার করব। যাদের কাছে অনেক মানুষ আছে আমার সার্ভেতে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি তাদের টাকা প্রদান করব এবার সেই সার্ভে কোম্পানি আপনাকে টাকা প্রদান করবে উত্তর দেওয়ার জন্য।

সার্ভে কাজ করে আয় করতে চাওয়ার সমস্যা গুলো

  • এশিয়া মহাদেশের দেশ গুলো এখনো সার্ভে বিষয়টা নিয়ে তত বেশি কাজ করে না।
  • যদিও কিছু কোম্পানি সার্ভে করিয়ে থাকে তবে তার সংখ্যা খুবেই সামান্য।
  • সার্ভে করে আয় কৃত টাকা ক্যাশ করতে সমস্যা হয়।
  • সার্ভে করে খুবেই সামান্য আয় করা যায়।
  • অনেক সার্ভে কাজের অফার পাবেন না। যা অফার পাবেন তার আয় সামান্য।
  • কিছু কিছু সার্ভে করতে অনেক সময় দিতে হয়।
  • ভুল উত্তর দিলে আপনার সার্ভে একাউন্টি সাসপেন্ড হয়ে যেতে পারে।
  • আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইত্যাদি দেশের আইপি ব্যবহার করে সার্ভে করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে করা সম্ভব কিন্তু তার আয় কম।
  • সার্ভে কাজ করে আয় করার কোন নিশ্চয়তা নেই।

সার্ভে কাজ করে আয় করতে চাইলে যা যা আপনার লাগবে

  • USA Residential IP (VPS/Proxy)
  • USA Real Address
  • USA Phone Number for site verification
  • Computer/Laptop/Mobile Phone
  • Internet Connection

এই ৫টি পদক্ষেপ সঠিক ভাবে নিতে পারলে অবশ্যই আয় করা সম্ভব। বেসিক কম্পিউটার জ্ঞান এবং ইংরেজি জানা থাকলে আপনি সার্ভে করে আয় করতে পারবেন।

ফ্রি গ্রাফিক্স শিখে অনলাইন থেকে আয় করুন

সার্ভে ওয়েবসাইটে কাজ করার আগে যে দিক গুলো বিবেচনা করবেন

  • কখনো টাকা দিয়ে সদস্য হবেন না। কারন টাকা দিয়ে কোন সার্ভে সাইটে সদস্য পদ নিতে হয় না।
  • সার্ভে করার জন্য যে ওয়েবসাইট বাছাই করবেন অবশ্যই তার সম্পর্কে অনলাইন থেকে রিভিউ দেখে নিবেন। ভালো রিভিউ না থাকলে কাজ করার দরকার নেই।
  • কোন মাধ্যমে অর্থ প্রদান করবে, কাজ করার আগে দেখে নিবেন। আপনার সুবিধাজনক পেমেন্ট সিস্টেম না পেলে কাজ করার দরকার নেই।
  • অনেক বেশি লোভ দেখায় এমন সার্ভে সাইটে কাজ না করা ভালো। কারন এমন হতে পারে একটি সার্ভের জন্য আপনাকে ২ ডলার দিল কিন্তু আপনার কাছ থেকে ব্যক্তিগত সমস্ত তথ্য নিয়ে গেল।
  • না বুঝে কোন সার্ভে কাজে অংশ গ্রহন করবেন না।

সার্ভে করে আয় করা যায় এমন কিছু ওয়েবসাইটের তালিকা ( Survey Website List )

অনলাইনে কাজ শুরু করার প্রথম দিকে নিচের উল্লখ্য করা ওয়েবসাইট গুলো দুই একটি ওয়েবসাইটে আমি কাজ করছিলাম। কিন্তু এখন আমি সার্ভে কাজ করি না।

এখন আমি যে সকল সার্ভে সাইট নিয়ে আলোচনা করব তা আপনি বিশ্বাস করতে পারেন। কারন এই ওয়েবসাইট গুলো সার্ভে করার কাজ করে আসছে প্রায় ৭ থেকে ৮ বছর। সুতরাং কাজ করলে টাকা পাবেন তার গ্যারান্টি আমি দিতে পারি।

আপনি চাইলে ওয়েবসাইট গুলোতে কাজ করার আগে গুগলে গিয়ে ওয়েবসাইট গুলো রিভিউ চেক করে নিতে পারেন।

Pineconeresearch

আমি ব্যক্তিগত ভাবে Pinecone Research ওয়েবসাইটে কাজ করার জন্য সাজেস্ট করব। ১০০% বিশ্বাস যোগ্য একটি ওয়েবসাইট। আপনাকে বিভিন্ন সার্ভে বা অনলাইন সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে আয় করতে পারবেন।

pineconeresearch
  • প্রতিটি সার্ভে সম্পূর্ণ করার জন্য ৩০০ পয়েন্ট পাবেন। প্রতি ৩০০ পয়েন্টের জন্য ৩ ডলার পেমেন্ট করা হয়।
  • ইমেইল অ্যাড্রেস এবং ইউজার আইডি দিয়ে সাইন আপ করতে পারবেন।
  • প্রতিটি সার্ভে করার জন্য আপনাকে ইমেইল করা হবে।
  • আপনি আপনার পয়েন্ট গুলো গিফট কার্ডে নিতে পারবেন।
  • আপনার বয়স ১৮ বছরের উপর হতে হবে।

Swagbucks

Swagbucks কাজের বিনিময়ে ফ্রি গিফট কার্ড এবং ফ্রি ক্যাশ পে করে থাকে। প্রতিটি সার্ভে করার জন্য এসবি পয়েন্ট দিয়ে থাকে। আপনার আয় ‍কৃত পয়েন্ট পরর্বতীতে ক্যাশ করতে পারবেন। মিনিমাম সার্ভে টাইম ৬ মি. থেকে ৬০ মি. পর্যন্ত হয়ে থাকে। ২০০৮ সাল থেকে Swagbucks সততার সাথে কাজ করে আসতেছে। সুতরাং এই ওয়েবসাইট নিয়ে চিন্তা করার দরকার নেই।

swagbucks
  • প্রতিটি সার্ভে শেষ করার জন্য ৪০ থেকে ২০০ এসবি পয়েন্ট পাবেন। প্রতি ১০০ এসবি পয়েন্টের জন্য ১ ডলার পেমেন্ট করা হয়।
  • সার্ভে শেষ করার জন্য অতিরিক্ত বোনাস পয়েন্ট পাবেন।
  • সব্বোচ্চ .৫০ থেকে ১.৫০ ডলার পর্যন্ত পেমেন্ট করা হয়।
  • পেমেন্ট নেওয়ার জন্য পেপাল একাউন্ট লাগবে।
  • সাইন আপ বোনাস ২ থেকে ১০ ডলার পর্যন্ত দেওয়া হয়। তাবে এটা সম্পূর্ণ নির্ভর আপনি কোন দেশ থেকে রেজিঃ করছেন।
  • প্রতি দিন To-Do List Complete করলে অতিরিক্ত কিছু বোনাস পাবেন।

Vindale research

Vindale Research থেকে তিন ভাবে আয় করা যায়। ভিডিও দেখে রিভিউ, সার্ভে উত্তর, ইমেইল পড়ে । আপনার ইমেইল দিয়ে সাইন আপ কমপ্লিট করতে হবে। সার্ভে উত্তর দেওয়ার জন্য আপনাকে ইমেইল করা হবে।

vindale research
  • জয়েন করার সময় ১ ডলার বোনাস পাবেন।
  • কোন ধরনের পয়েন্ট দেওয়া হয় না। সরাসরি ডলার পেমেন্ট করা হয়।
  • পেমেন্ট নেওয়ার জন্য পেপাল একাউন্ট থাকতে হবে।
  • আপনার রেফার কোর্ড দিয়ে কেউ জয়েন করলে আপনি ৫ ডলার পাবেন।
  • সার্ভে সময়ের উপর নির্ভর পেমেন্ট করা হয়। মিনিমাম ০.২৫ থেকে ১০ ডলার পর্যন্ত পেমেন্ট করা হয়।
  • মোবাইল ফোন এবং কম্পিউটার দুই ধরনের ডিভাইস দিয়ে সার্ভে করতে পারবেন।
  • পেমেন্ট প্রসেস করার জন্য কোন ধরনের অতিরিক্ত টাকা নেওয়া হয় না।

Survey savvy

২০০৯ সাথে প্রতিষ্টিত কোম্পানি survey savvy। আমার দেখা সব থেকে লিগাল সাইট survey savvy। এরা আপনাকে কোন ধরনের মিথ্যা আশ্বাস দিবে না। আপনাকে কখনো বলবে না আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। যা সত্য তাই আপনাকে বলবে। SavvyConnect নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলবে। তবে সফটওয়্যার ডাউনলোড করাটা বাধ্যতামূলখ নয়।

surveysavvy
  • রেফারেল বোনাস আছে। রেফার সিস্টেম একটু ভিন্ন। যেমন কেউ আপনার রেফারে জয়েন করলে বোনাস পাবেন না। কিন্তু যখন রেফারে জয়েন করা ব্যাক্তি সার্ভে করে অর্থ আয় করবে তখন বোনাস পাবেন।
  • আপনার প্রোফাইলের তথ্য অনুসারে সার্ভে অফার করা হবে। আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি প্রতিদিন সার্ভে পাবেন তার কোন গ্যারান্টি নাই।
  • আপনার আয় কৃত টাকা ভিয়া চেকের মাধ্যমে পোষ্ট করা হবে। যা আপনি যে কোন ব্যাংক থেকে ক্যাশ করতে পারবেন।
  • মাঝে মাঝে সার্ভে শেষ করার জন্য অতিরিক্ত আয় করতে পারবেন।
  • আপনার ব্যক্তিগত তথ্যের কোন সমস্যা হবে না।
  • বেশি বেশি সার্ভে পাওয়ার জন্য প্রোফাইল আপডেট করুন।

PaidViewpoint

Paid View Point আমি নিজে কাজ করি। অনেক টাকা আয় করার উদ্দশ্য নিয়ে আমি এখানে কাজ করি না। এই ওয়েবসাইটি মাকের্ট রিসার্স নিয়ে কাজ করে। পেইড ভিউ পয়েন্টে কাজ করার মাধ্যমে লোকাল মাকের্ট বিষয় ধারনা পাওয়া যায়। আপনার  TraitScore বৃদ্ধি পাওয়ার সাথে বেশি মানের সার্ভে পাবেন।

paidviewpoint
  • রেফার ইনকাম করতে পারবেন। প্রতি রেফার করার জন্য ২৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। এবং রেফার করা ব্যক্তি সার্ভে করে আয় করলে ২০% বোনাস পাবেন।
  • ক্যাশ আউট করার জন্য মিনিমাম ১৫ ডলার আপনার একাউন্টে থাকতে হবে। পেপাল একাউন্টে ক্যাশ আউট করতে পারবেন।
  • ভিআইপি মেম্বার হওয়ার জন্য ৯০০০ পয়েন্ট লাগবে।

Opinionoutpost

Opinion out Post একটি ভিন্ন ধর্মী ওয়েব সার্ভে ওয়েবসাইট। ফ্রি জয়েন করতে পারবেন। আপনার ওয়েব সাইট প্রোফাইল পরিপূর্ণ কম্পিলিট করতে পারলে প্লাটিনাম মেম্বার হওয়া যায়।

opinionoutpost
  • প্রতি সার্ভে করার জন্য রিওয়াড পয়েন্ট পাবেন।
  • জয়েন করার জন্য মোবাইল ভেরিফাই এবং ইমেইল ভেরিফাই করতে হবে।
  • একটি কম্পিউটার থেকে একের অধিক একাউন্ট তৈরি করতে পারবেন না।
  • প্রতিটি সার্ভে করার জন্য ১০ থেকে ২৫০ পয়েন্ট পাবেন।

Getpaid4youropinion

Get Paid 4 Your Opinion আর একটি ভিন্ন ওয়েবসাইট যারা সরাসরি ক্যাশ রিওয়ার্ড দিয়ে থাকে। এই ওয়েবসাইটের সার্ভে করার পর আপনাকে ক্যাশ অফার করা হবে। যা আপনি পেপাল প্লাটফর্ম ব্যবহার করে ক্যাশ করতে পারবেন।

getpaid4youropinion
  • মিনিমাম পে-আউট ৫ ডলার ( পেপাল )
  • মাকের্ট রিসার্স Survey অফার করা হয়। যে কেউ এই Survey গুলোতে অংশ গ্রহন করতে পারবেন।
  • আপনাকে অবশ্যই US বাসিন্দা হতে হবে। আপনার বয়স ১৩ বছরের উপরের হতে হবে।
  • প্রতি Survey সম্পূর্ণ করার জন্য মিনিমাম ২ থেকে ৫ ডলার পর্যন্ত পেমেন্ট করা হয়।
  • Amazon Gift Card নেওয়া যাবে।

Survey করে অনলাইন থেকে আয় করতে চাওয়া কতটা যৌক্তিক

আমার ব্যক্তিগত সাজেশন চাইলে আমি বলব Survey করে আয় করতে চাওয়াটা যৌক্তিক নয়। কারন আপনি ১০ মিনিটের Survey করে পাবেন ২ থেকে ১ ডলার। এটা বাংলাদেশের আয়ের জন্য খুবেই ভালো।

কিন্ত সেই অর্থ ক্যাশ করতে গেলে সমস্যা। কারন বেশির ভাগ Survey ওয়েবসাইট গুলো পেপাল সাপোর্ট করে। যা আমাদের দেশে সাপোর্ট করে না।

সব থেকে বড় সমস্যা US আইপি, অ্যাড্রেস, ফোন নাম্বার লাগবে। অবশ্য সকল Survey ওয়েবসাইটে লাগে না।

ভালো Survey পেমেন্ট পাওয়া যায় যে সকল ওয়েবসাইট শুধু US জনসংখ্যার জন্য ব্যবহৃত হয়। US ভিত্তিক Survey ওয়েবসাইট গুলো যেমন পেমেন্ট করে অন্য Survey ওয়েবসাইট গুলো তত বেশি পেমেন্ট করে না।

এসইও কি? আপনি জানেন

শেষ কথা

সিদ্ধান্ত নেওয়ার দ্বায়িত্ব আপনার। আপনি ভালো মনে করলে Survey করে আয় করতে পারেন। তবে আমার সাজেশন চাইলে আমি বলব নিজের ব্লগ সাইট ওপেন করুন। কারন, বাংলা ব্লগ সাইটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে ফ্রি ব্লগ সাইট ওপেন করে প্রথম অবস্থায় শুরু করতে পারেন।

অথবা ৫০০০ হাজার টাকায় প্রফেশনাল ব্লগ সাইট তৈরি করে ব্লগিং ক্যারিয়ার শুরু করুন।

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar