MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

পার্ট টাইম অনলাইম কাজ যা মোবাইল দিয়ে করা সম্ভব

পড়ালেখার বা চাকরি করার সাথে সাথে আমরা কিছু এক্সট্রা টাকা আয় করতে চাই। যাকে আমরা পার্ট টাইম কাজ বলতে পারি। কিন্তু সমস্য হল বাস্তবে পার্ট টাইম কাজ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ পার্ট টাইম কাজের সুযোগ তৈরি করতে পারেন অনলাইনে।

আমি এখানে একটি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা ১০০% বিশ্বাস যোগ্য ওয়েবসাইট। আপনি সঠিক নিয়ম নীতি ফলো করে কাজের জন্য দরখাস্ত করলে অবশ্যই কাজ পাবেন।

এমন টা হতে পারে আজ দরখাস্ত করলে কাজ পেতে ১ থেকে ২ মাস সময় লাগতে পারে। আবার এটাও হতে পারে আপনি কাজ নাও পেতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে কোম্পানির প্রজেক্ট ভিত্তিক ওয়ার্কারের চাহিদার উপর।

আপনি এখানে তিন ধরনের কাজ পাবেন।

  • Project For Longer-term or Part-time
  • Micro Tasks
  • Surveys & Data Collection

অনলাইন পার্ট টাইম এবং লংগার ট্রার্ম কাজ Appen

আপনি প্রথমে Appen ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটে প্রবেশ করার পর নিচের ইমেজের মত তিনটি অপশন দেখতে পাবেন। এবার সেখান থেকে প্রথম অপশনটি বাছাই করুন।

Part Time Internet Jobs

প্রথম Apply অপশনে ক্লিক করুন। Apply অপশনে ক্লিক করার পর নিচের ছবির মত একটি ছবি আসবে। এখান থেকে আপনাকে আপনি যে দেশে বসবাস করে তা নির্বাচন করতে হবে। আপনি এক দেশে বসবাস করে অন্য দেশ বাছাই করতে পারবেন না। আবার যদিও বাছাই করেন, তাহলে সেই কাজ পাওয়া সম্ভবনা নেই। আপনাকে যে কাজ দেওয়া হবে তার জন্য সেই দেশের নাগরিক হতে হবে।

পার্ট টাইম কাজের দরখাস্ত

উপরের ফরমের নিদিষ্ট স্থানে দেশ সিলেক্ট করার পর দুই তিন সেকেন্ড অপেক্ষা করলে নিচের ইমেজটি আসবে।

এবার নিচের ফরমের ভাষার জায়গায় Bengali or English নির্বাচন করুন। আপনি প্রফেশনাল ইংরেজি বলতে পারলে ইংরেজি বাছাই করুন।

ভাষা সিলেক্ট করা হয়ে গেলে নিচের অপশন থেকে আবার দেশ সিলেক্ট করুন। আপনি যখন Bengali ভাষা সিলেক্ট করবেন তখন দুইটি দেশ আসবে বাংলাদেশ, ভারত। কিন্তু ইংরেজি ভাষা বাছাই করলে অনেক গুলো দেশ আসে।

পার্ট টাইম জবের দরখাস্ত

সর্বশেষ চেক বক্সে ক্লিক করে নেকস্ট ক্লিক করুন। চেক বক্সে ক্লিক করার পর নিচের ফর্মটি আসবে। এই ফরমটি খুবেই গুরুত্বপূর্ণ, সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।

Part time work

প্রথমে কন্ট্রাক টাইপ সিলেক্ট করুন। আপনি কি কাজের জন্য Appen সাথে কন্ট্রাক করছেন তা সিলেক্ট করুন।

এই ফরমের নিচের অংশটা দেখুন। এখানে কিছু তথ্য দিতে হবে যা দেওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে।

Apply for appen jobs

উপরের ইমেজটি ফরমের নিচের অংশ। ফরমের মাঝ খানে নিজের CV ড্রপ করার অপশন পাবেন।

Referral Option ক্ষেত্রে আপনাকে যা করতে হবে। আপনি যে মাধ্যম থেকে Appen ওয়েবসাইটের খোজ পেয়েছেন তা উল্লেখ করতে হবে।

Appen Facebook Ads, Googel Ads ইত্যাদি প্রচারনা করে থাকে। আপনি সেই প্রচারনের মাধ্যমে Appen খোঁজ পেলে তা উল্লেখ করতে হবে।

আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে Appen দরখাস্ত করলে Referred By Other সিলেক্ট করে mybdblog.com লিখুন। আপনার বয়স ১৮ বছরের উর্ধে চেক করে Application Submit করতে হবে।

ব্লগিং পেশায় সফল হতে চাইলে কি করতে হবে

Micro Tasks অনলাইন পার্ট-টাইম জব

AI প্রযুক্তির উন্নায়নের জন্য মাইক্রো ওয়ার্ক এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি Appen ওয়েব সাইটে পার্ট-টাইম কাজ করতে পারবেন।

Online Micro Work jobs

আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দেওয়ার পর Appen ট্রাম এবং কন্ডিশন চেক করে ক্রিয়েট একাউন্টে ক্লিক করতে হবে।

পরে আপনাকে ইমেইল ভ্যারিফাই শেষ করে প্রফাইল ইনফরমেশন দিতে হবে। এবং সর্বশেষ কাজ হচ্ছে পেমেন্ট ম্যাথড সিলেক্ট করা।

মোবাইলে গেম খেলে অর্থ আয় করা যায় কী!

Surveys & Data Collection Work

Surveys and Data Collection কাজ করতে চাইলে আপনাকে যে কাজ গুলো জানতে হবে Data annotation, multimedia, sentiment analysis and search engine result evaluation, ইত্যাদি।

সার্ভে এবং ডাটা কালেকশন কাজের জন্য যা যা লাগবে।

  • Windows 7 or Above
  • আপনি যে দেশে থেকে কাজ করতে চাচ্ছেন সেই দেশে আপনাকে ৩ থেকে ৫ বছর বসবাস করতে হবে।
  • Windows Live ID (WLID)
Surveys & Data Collection Work

সার্ভে এবং ডাটা কালেকশন কাজের জন্য দরখাস্ত করলে কাজ পাওয়ার সম্ভবনা অনেক বেশি। বর্তমানে Appen ডাটা কালেকশন কাজের জন্য রেজিঃ চলছে।

অনলাইনে ছোট ছোট কাজ করতে পারেন Usertesting ওয়েবসাইট থেকে।

Appen কাজ গুলো কী মোবাইল ফোন দিয়ে করা সম্ভব

অবশ্যই Appen ওয়েবসাইটের কাজ গুলো মোবাইল ফোন দিয়ে করা সম্ভব। ভালো হয় ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কাজ গুলো করলে।

আপনি অ্যানড্রয়েড ফোন দিয়ে সহজ ভাবে কাজ করতে পারবেন না। সুতরাং কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে কাজ করাটাই সুবিধা হবে। আপনি চাইলে ট্যাবলেট দিয়ে কাজ করতে পারেন।

মোবাইল ফোন ব্যবহার করে ব্লগিং করুন

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar