মাইক্রো ওয়ার্ক করে – অনলাইন থেকে আয়
মাইক্রো ওয়ার্ক, আমরা ছোট ছোট কাজ করে অনলাইন থেকে আয় করা যায়। যে সব কাজ করে আয় করা যায় সে গুলোর অনেকই হয়তো আপনারা জানেন অথবা জানেন না।
মাইক্রো জব কী?
মাইক্রো জব বলতে যা বুঝায় তা হল ছোট ছোট কম্পিউটার রিলেটেড কাজ বুঝায়। যেমন ছবি রিডিং, ভাষা ট্রান্সলেট, সার্ভে, রিসার্স, ইমেজ ট্যাগিং, কন্টেন্ট মডারেশন, ইমেজ কোয়ালিটি রেটিং, ইত্যাদি।
সোস্যাল বুকমার্কিং ওয়েবসাইট থেকে ফ্রি আয়
অনলাইন থেকে আয়
মাইক্রো জব করার জন্য আমি কি করব?
আপনি একজন মাইক্রো ওয়ার্কার হতে চাইলে যে সকল ওয়েবসাইট মাইক্রো জব প্রভাইড করে তাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলেই হবে।
কিছু কিছু মাইক্রো জন প্রভাইড করা ওয়েবসাইট প্রথম অবস্থায় কর্মীদের ছোট একটি পরীক্ষা নেয় সক্ষমতা যাচাই করার জন্য।
ওয়েবসাইটে জনেয় করার সাথে সাথে যে কাজ পাবেন তা কিন্তু নয়। মাইক্রো ওয়েবসাইটে থেকে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আপনার কাজের দক্ষতা যত বেশি হবে তত বেশি কাজ পাওয়ার সম্ভবনা বেশি হবে।
Microwork Website Review
নিচের ফর্মটি মাইক্রো ওয়ার্ক ওয়েবসাইটের। তথ্য গুলো সঠিক ভাবে পূরণ করলে মাইক্রো জবে সাইন আপ করা হয়ে যাবে। Microwork ক্লিক করলে নিচের ফর্মটি আসবে।
Microwork কাজ করার গাইডলাইন
- একটি কম্পিউটার দিয়ে একটি মাত্র একাউন্ট করা যাবে
- ভিপিএন ব্যবহার করা যাবে না
- শুধু সেই কাজটি গ্রহন করতে পারবেন যে কাজটি আপনি করতে পারবেন। আপনি কোন কাজ গ্রহন করার পর সম্পূর্ণ করতে না পারলে দ্বিতীয় বার সেই কাজ গ্রহন করতে পারবেন না
- আপনি যত গুলো কাজ করবেন তার সফলতা মিনিমাম ৭৫% হতে হবে
- আপনি আটিকেল রাইটিং কাজ করলে অবশ্যই ইউনিক কন্টেন্ট লিখতে হবে
- কোন কাজের প্রমান দেওয়ার সময় ভায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না
- কাজের প্রমান দেওয়ার সময় স্পাম করা যাবে না
Microwork Payment
- মিনিমাম ৯ ডলার হলে ক্যাশ আউট করতে পারবেন
- পেমেন্ট অপশন Paypal, or Moneybookers (Skrill) or Payoneer
- ডলার টু ডলার পেমেন্ট শুধু ইউএস কান্ট্রিতে হয়
- আপনার পোষ্টাল কোড ভেরিভাইড করতে হবে
- সপ্তাহে দুই বারের বেশি ক্যাশ আউট করা যায় না
- নতুন কিছু পেমেন্ট অপশন মাইক্রো ওয়েবসাইটের সাথে যুক্ত হচ্ছে
Worker Verified
মাইক্রো ওয়ার্ক ওয়েবসাইটে কাজ করে পেমেন্ট পেতে চাইলে একজন ভেরিফাইড ওয়ার্কার হতে হবে। শুধু মাত্র ভেরিফাইড ওয়ার্কার কাজ করার পর পেমেন্ট পাবে। ভেরিফাইড ওয়ার্কার হওয়ার জন্য আপনাকে যা কতে হবে।
- আপনার সম্পূর্ণ নাম
- বর্তমান ইমেইল অ্যাড্রেস
- হোম অ্যাড্রেস
মাইক্রো ওয়ার্ক ওয়েবসাইট থেকে আপনার ঠিকানায় পিন নম্বার পাঠানো হবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। সাধারনত অ্যাড্রেস ভেরিফাই হতে ৫ থেকে ২৫ দিন পর্যন্ত সময় লাগে। আসলে এটা নির্ভর করে আপনার অবস্থানের উপর।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওয়ার্ক
User Testing কাজ করার ওয়েবসাইট লিষ্ট
বি.দ্রঃ যে কোন ধরনের ফ্রিল্যান্সিং গাইডলাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মাইক্রো ওয়ার্ক বিষয় বিস্তারিত ভাবে জানার নিচের ভিডিও টি দেখুন
Click the above button to visit next page
You visited 1/10 pages