Ubertesters অনলাইন কাজ এবং কি ভাবে কাজ করবেন?
Ubertesters অনলাইন কাজ করতে চাইলে এমন অনেক বিষয় আছে যা আপনাকে জানতে হবে। এই ওয়েবসাইটের প্রতিটি কাজের ধরন সঠিক ভিন্ন ভিন্ন। আমি চেষ্টা করব এই লেখার মাধ্যমে প্রতিটি বিষয় ক্লিয়ার করার।
Ubertesters জয়েন করার বিস্তারিত টিউটোরিয়াল
Ubertesters অনেক ধরনের কাজ আছে তার মধ্যে দুই একটি কাজ সহজ বাকি গুলো আপনার উপর নির্ভর করবে। Ubertesters যারা কাজ করে তাদের Tester বলা হয়। আপনি Tester হতে চাইলে বেসিক কিছু নিয়ম নীতি পালন করতে হবে।
এমন কোন কঠিন কাজ নয় যার জন্য অনেক পরিশ্রম করতে হবে। শুধু কাজটা সঠিক ভাবে জানতে হবে।
আপনি কাজটি সঠিক ভাবে জানলে Ubertesters ওয়েব সাইট থেকে প্রতি মাসে ১০০ হতে ২০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
Ubertesters অনলাইন কাজ
- Functional Testing
- Performance Testing
- Compatibility Testing
- Localization Testing
- Automated Testing
- System Testing
- Security Testing
- Manual Testing
- Mobile Testing
- Regression Testing
- Sanity Testing
Functional Testing
Ubertesters অনলাইন কাজ এর মাধ্যে একটি জনপ্রিয় কাজ Functional Testing। হয়তো বা আপনার Functional Testing বিষয় কোন ধরনা নেই অথবা ধরনা আছে। আমি চেষ্টা করব আপনাকে ধারনা দেওয়ার।
যখন কোন প্রতিষ্টান সফটওয়্যার তৈরি করে তখন সেই সফটওয়্যারের কাজের কার্য ক্ষমতা টেষ্ট করা হয়।
Functional Tester বিস্তারিত আলোচনা
Functional Tester প্রধান উদ্দেশ্য হল সফটওয়্যার প্রতিটি ইনপুট এবং আউটপুট রেজাল্ট পরীক্ষা করা। সফটওয়্যারের ইনপুট এবং আউটপুটের কোন সমস্যা থাকলে Functional Tester মাধ্যমে ধরা পরবে।
অনলাইনে কোর্স তৈরি করে আয় করার উপায়
Performance Testing
Performance Testing এর মাধ্যমে সফটওয়্যারের গতি, রেসপনস টাইম, ক্ষমতা ইত্যাদি পরীক্ষা করা হয়।
Performance Testing বিষয় বিস্তারিত জানার জন্য guro99 থেকে ঘুরে আসতে পারেন।
Compatibility Test
Compatibility Testing এর মাধ্যমে একটি সফটওয়্যারের হার্ডওয়্যার সক্ষমতা, ওপারেটিং সিস্টেম, অ্যাপলিকেশন, নেটওয়াক এবং মোবাই ডিভাইসের সক্ষমতা পরীক্ষা করা হয়।
Localization Testing
স্থানীয় বাজারে কোন পণ্য বিক্রয় করার আগে সেই মার্কেটের বিহ্যাবিহার জানাটা প্রয়োজন। একটি পণ্য প্রতিটি দেশে একই ক্যাটাগরিতে চলবে এটা ভাবা সঠিক নয়। কারন এক একটি দেশের সংস্কৃতি জীবনমান ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
এই কারনে যে কোন মার্কেটে পণ্য বিক্রয় করার পূর্বে সেই মার্কেট নিয়ে গবেষণা করা হয়। যাতে সেই মার্কেটে পণ্য বিক্রয় করার সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।
Ubertesters অনলাইন কাজ আপনার পণ্যের স্থানীয় বাজার পর্যালচনা করতে সহযোগিতা করবে।
Automated Testing
মার্কেট প্লেসে আপনার তৈরি করা টুল কতটা প্রভাব বিস্তার করবে সেই বিষয় জানতে Automated Testing করা হয়। কিছু এক্সট্রা বেনিফিট আছে। যেমন টুল এর গতি, প্রকৃতি, ব্যবসায়িক আয় ইত্যাদি।
Automated Testing সাধারনত মানুষ দিয়ে করানো হয় না। এই পরীক্ষা করা হয় কোন টুল বা সফটওয়্যারের সাহায্যে।
System Testing
System Testing এর মাধ্যমে একটি পণ্যের সমস্ত ডাটা পরীক্ষা করা হয়। একটি বিষয় চিন্তা করুন সফটওয়্যার একটি টুল মাত্র অপর দিকে কম্পিউটার একটি সম্পূর্ণ সিস্টেম।
একটি সিস্টেমে একটি সফটওয়্যার কি ভাবে কাজ করছে এটা দেখা জরুরি। Ubertesters অনলাইন কাজ করার মাধ্যমে প্রতিটি ইনপুট এবং আউট পুট বিষয় পরীক্ষা করা হয়।
বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় অনলাইন কাজ
Security Testing
Security Testing Ubertesters অনলাইন কাজের মধ্যে প্রধান কাজ। আপনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে।
এমন যদি হয় যে সফটওয়্যারে সংরক্ষিত ডাটা সুরক্ষিত নয় তাহলে সেই সফটওয়্যার ব্যবহার করা বিপদ।
তাই কোন সফটওয়্যার বাজারে ছারার আগে সেই সফটওয়্যারের Security পরীক্ষা করা হয় অনেক গুলো ধাপে।
কি ভাবে Security পরীক্ষা করা হয়?
Manual Testing
অন্য কোন টুল ব্যবহার করা ব্যতীত সফটওয়্যার পরীক্ষা করাকে Manual Testing বলে। Manual Testing করার মাধ্যমে সফটওয়্যার বাগ, issues, এবং সমস্যা খুজে বের করা হয়।
Mobile Testing
Mobile Testing বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ কাজ। সমস্ত বিশ্বের মধ্যে এক তৃতীয়া মোবাইল ইন্টারনেট ব্যবহার করী। তার মনে আপনার তৈরি করা সফটওয়্যার বা টুল কম্পিউটর থেকে মোবাইলে বেশি ব্যবহার হবে।
সেই ক্ষেত্রে এই বিষয়টা দেখা খুবেই জরুরি যে আপনার তৈরি করা টুল মোবাইল ডিভাইসে কাজ করে কি না!
Regression and Sanity Testing
কোন সফটওয়্যারের নতুন আপগ্রেডের জন্য কোডিং যুক্ত করা হলে তা সঠিক ভাবে কাজ করছে কী না পরীক্ষা করা হয়।
Regression Testing কিছুই না কিন্তু আবার অনেক কিছু। এবং নতুন যে ফাংশন গুলো যুক্ত করছেন তা সঠিক ভাবে কাজ করছে কি না তা জানাটা জরুরি।
Ubertesters অনলাইন কাজ করে খুব সহজেই Regression Testing করা যায়।
শেষ কথা
উপরে উল্লেখ্য করা বিষয় গুলো সঠিক ভাবে জানার জন্য ইউটিউব ভিডিও দেখতে পারেন। অথাব Udemy থেকে কোর্স ক্রয় করে শিখতে পারেন। দেখুন আপনি কোন কাজ না শিখে করতে পারবেন না।
অনলাইন থেকে আয় করতে চাইলে আপনাকে কাজ শিখতে হবে এই স্বাভাবিক।
Ubertesters বিষয় বিস্তারিত জানার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন
Click the above button to visit next page
You visited 1/10 pages