MYBdBlog

Online Earning, Blogging, Digital Marketing

Usertesting অনলাইন কাজ কি এবং কি ভাবে করবেন

Usertesting অনলাইন কাজ হল সার্ভে করা। শুধু সার্ভে করা তা কিন্তু নয়, কিছু কিছু ভিন্ন ভিন্ন ধরনের কাজ আছে। যেমন প্রডাক্ট রিভিউ করা, পণ্যের মান যাচাই, ওয়েবসাইট যাচাই, অ্যাপ রিভিউ, ইত্যাদি।

আপনি নতুন Usertesting জয়েন করলে কিছু সমস্যা হবে। তবে আমার কাছে সব থেকে বড় সমস্যা মনে হয় পেমেন্ট।

Usertesting শুধু Payment করে PayPal এর মাধ্যমে।

Usertesting জয়েন করবেন যে ভাবে

  • Usertesting জয়েন করার জন্য একটি ইমেইল ঠিকানা থাকলেই হবে।
  • একটি পেপাল একাউন্ট থাকলেই হবে।
Usertesting অনলাইন কাজ

Usertesting এই লিং ক্লিক করলে উপরের দেওয়া ফর্মটি আসবে। উপরের ফর্ম ইমেইল এ্যাড্রেস দিয়ে প্রাইভিসি পলিসি ক্লিক করলে এ্যাপলাই করলে জয়েন করা হয়ে যাবে।

এ্যাপলাই করার পরেই যে আপনি Usertesting কাজ করার জন্য সুযোগ পাবেন তা কিন্তু নয়। আপনাকে কাজ পাওয়ার জন্য Usertesting একটি টেস্টে অংশ গ্রহন করতে হবে।

টেস্টে সফল হওয়ার পর আপনি Usertesting কাজ করার সুযোগ পাবেন।

UserFeel ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ

আপনি টেস্টে সফল হওয়ার পর যা করতে হবে।

কাজ শুরু করার জন্য যা যা করতে হবে

  • আপনার ব্যাবহ্রত কম্পিউটারে Windows or macOS অপারেটিং সিস্টেম থাকতে হবে।
  • আপনারে ব্যাবহ্রত কম্পিউটারে ইন্টারন্টে গতি 2MBps
  • একটি ভালো মানের মাইক্রো ফোন থাকতে হবে।
  • স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার সামথ্য থাকতে হবে।
  • আপনার বয়স ১৮ বছর হতে হবে।
  • আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে।

পেমেন্ট পাবেন যে ভাবে

পেমেন্ট পাওয়ার একটি মাধ্যম আর তা হলে পেপাল। আপনি ওয়েবসাইট এবং অ্যাপ টেস্ট করবেন তার ৭ দিনের মধ্যে পেমেন্ট পাবেন।

তবে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার রিভিউ করা ওয়েবসাইট এবং অ্যাপে রেকর্ড যে ঠিক থাকে।

২০ মিনিট একটি ওয়েবসাইট এবং অ্যাপ রিভিউ করার জন্য ১০ ডলার পাবেন।

একই ধরনে অন্য একটি ওয়েবসাইট ubertesters চাইলে ঘুরে আসতে পারেন।

Usertesting ওয়েবসাইট থেকে মাসে কত টাকা আয় করা যাবে

আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিছু এক্সট্রা অর্থ আয় করতে পারবেন। এখানে নিদিষ্ট অর্থ আয় করার কোন সুযোগ নেই।

অর্থ আয় করার সুযোগ নির্ভর করে কাজ পাওয়ার উপর। ধরুন, আপনি প্রতি মাসে ৫টি অ্যাপ এবং ৫টি ওয়েবসাইট রিভিউ করার কাজ পান।

তাহলে মাসে ১০০ হতে ২০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

Sing Up Usertesting Webstie here

Usertesting ওয়েবসাইট বিষয় বিস্তারিত ভাবে জানার জন্য নিচের ভিডিওটি আপনাকে সহযোগিতা করবে

Click the above button to visit next page

You visited 1/10 pages

This div height required for enabling the sticky sidebar