ডোমেইন এবং হোস্টিং বিষয় আপনার কোন ধারনা না থাকলে এই লেখাটি আজ আপনার জন্য। লেখাটি শেষ করার পর ডোমেইন বা হোস্টিং বিষয় কোন ধরনের কনফিউশন থাকবে না, গ্যারান্টি দিচ্ছি।
আপনি এই লেখাটি পড়তে এসেছেন তার মানে ডোমেইন এবং হোস্টিং বিষয় জানতে চান। আমার একটা অনুরোধ আছে যদি লেখাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
কারন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেমন আমাদের এই ওয়েবসাইটের উপকার হবে তেমনি অনেক ব্যক্তি যারা ডোমেইন হোস্টিং বিষয় কিছু জানে না তারা জানতে পারবে।
- Review of Ovhcloud ipage fasthosts 123 reg hldng Hosting Service
- Review of Hostgator Siteground Dimmadot Enm Hosting services
- A2 Hostinger Cloudflare
- Namecheap Dreamhost Bluehost web Hosting Service
- Choosing Between Dedicate Servers
- WordPress a Hosting Site
- Choose Cheap Domain Hosting
- Difference Between Shared Hosting VS WordPress Hosting Solutions
- Great Domain Name Selection
- How To Promote My Blog With Social Media
তাহলে চলুন শুরু করা যাক
ডোমেইন কি?
ইন্টারনেটে প্রতি দিন লক্ষ লক্ষ তথ্য সংরক্ষিত হচ্ছে। কিন্তু কে কোন তথ্য সংরক্ষন বা পাবলিশ করছে তা আমরা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য (DNS – Domain Name System এর মাধ্যমে আমরা বুঝতে পারি। কোন তথ্য কোন জায়গা থেকে প্রভাইড বা পাবলিশ করা হচ্ছে।

যদি সহজ কথায় বলা যায় তাহলে বিষয়টা দাঁড়ায় তথ্য সংগ্রহ করার স্থানের নাম। ডোমেইন অনেক ধরনের হতে পারেন যেমন com, org, net, org and edu. ২০২০ সালের হিসাব অনুযায়ি শুধু ডট নেট এবং কম ডোমেইন রেজিঃ হয়েছে ১০.৯ মিলিয়ন।
একটা উদাহরন দিয়ে বিষয়টা শেষ করা যাক।
আমি একটি ডোমেইন নাম রেজিঃ করলাম example.com এখন আপনি একটি ডোমেইন ক্রয় করতে চান example.com দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন না।হ্যা আপনি example লেখাটি ঠিক রেখে ডট ওআরজি অথবা ডট নেট দিয়ে একটি ডোমেইন ক্রয় করতে পারবেন।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো নাম কোন বিষয় নয়। বিষয় হল ডোমেইন ডট নেট, ডট কম ইত্যাদি। আপনি একটি নাম ভিন্ন ভিন্ন ডোমেইন ক্রয় করতে পারবেন যদি কেউ আগে ক্রয় করে না থাকে।
সাব ডোমেইন কি?
মেইন ডোমেইন কে ঠিক রেখে যখন অন্য কোন ডোমেইন নাম তৈরি করা হয় তখন তাকে সাব ডোমেইন বলে। একটা উদাহরন দেওয়া যাক, আমি একটি ডোমেইন নাম ক্রয় করলাম example.com।
এটা আমার আসল ডোমেইন এখন আমি যদি মেইন ডোমেনের সাথে blog.example.com নাম তৈরি করি তাহলে সেটা হবে সাব ডোমেইন । সাব ডোমেইন ক্রয় করতে হয় না। মেইন ডোমেইন থাকলে সাব ডোমেইন ফ্রি তৈরি করা যায়। তাহলে এখানে আমার সাব ডোমেইনের নাম কি হল ব্লগ ডট।
ডোমেইন কিভাবে রেজিঃ করার অনুমতি পাওয়া যায়।
আপনার একটি কোম্পানি থাকলে যে কেউ ডোমেইন না রেজিঃ করার দ্বাতীয় নিতে পারে। ডোমেইন নাম রেজিঃ করার জন্য কোম্পানি থেকে অনুমতি নিতে হবে। নিদিষ্ট প্রসেসের মধ্য দিয়ে অনুমতি নিতে পারলে আপনি একজন ডোমেইন রেজিঃ কাজ করতে পারবেন।
কোম্পানি থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই নিদিষ্ট পরিমান অর্থ প্রদান করতে হবে। Domain Reseller Company Whmcs
নিজের ওয়েবসাইটের জন্য ডোমেইন রেজিঃ
নিজের ওয়েবসাইট তৈরি করার জন্য যে কোন ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আপনি ডোমেইন ক্রয় করতে পারবেন। ডোমেইন ক্রয় করার জন্য সেই কোম্পানি ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি একাউন্ট তৈরি করুন।
একাউন্ট তৈরি করা শেষ হয়ে গেলে আপনার পছন্দের নাম অনুসারে ডোমেইন সার্চ করে রেজিঃ করুন। যদি অন্য কেউ নামটি রেজিঃ করে থাকে তাহলে অন্য নাম ট্রাই করতে হবে।
হোস্টিং কি?
স্পেস, কোন ওয়েবসাইটের তথ্য সংরক্ষন করার জন্য সার্ভার দরকার হয়। যেখান আপনি আপনার ওয়েবসাইটের ছবি, লেখা, ভিডিও ইত্যাদি যাতে রাখতে পারেন। যেহেতু আপনি নিজস্ব সার্ভার নেই সেহেতু অণ্যের সার্ভার স্পেস ভাড়া নিতে হবে। সার্ভার স্পেস ভাড়া করাকে হোস্টিং বলা হয়ে থাকে।

আর একটা উদাহরণ দিয়ে বিষয়টা আলোচনা করা যাকঃ
কাজের প্রয়োজনে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সর্বদা যতায়াত করি এবং থাকার জন্য বাসা ভাড়া নিয়ে থাকি। তেমনি ওয়েবসাইটের তথ্য রাখার জন্য স্পেস ভাড়া নেওয়া হয়ে থাকে।
হোস্টিং কত প্রকার?
হোস্টিং প্রকারভেদ হয় না। তার পরেও হোস্টিং সিস্টেমকে আমরা কয়েকটি সেক্টরে বিভক্ত করতে পারি। যার মাধ্যমে আমরা জানতে পারবে হোস্টিং সিস্টেম কিভাবে কাজ করে।
Dedicated Hosting Service: সম্পূর্ণ নিজস্ব হোস্টিং সার্ভার যার দিয়ে শুধু আপনি আপনার ওয়েবসাইট মেইনটেইন করবেন। অন্য কোন ওয়েবসাইটের ইনফরমেশন এই সার্ভারে থাকবে না।
Reseller Web Hosting: সাধারনত ব্যবসায়িক উদ্দশ নিয়ে রিসেলার ওয়েব হোস্টিং সেবা প্রদান করা হয়ে থাকে। রিসেলার হোস্টিং কোম্পানি গুলো যে কোন ডোমেইনের জন্য হোস্টিং দিয়ে থাকে।
Image Hosting Service: শুধু মাত্র ছবির জন্য ইমেজ হোস্টিং সেবা প্রদান করা হয়ে থাকে। নিদিষ্ট কোর্ড ব্যবহার করে সার্ভার রেডি করা হয়। যত গুলো ছবি বিক্রয় করার ওয়েবসাইট আছে সব গুলো ইমেজ হোস্টিং দিয়ে পরিচালিত হয়।
Video Hosting: ভিডিও হোস্টিং ওয়েবসাইট গুলোকে আপনি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট বলতে পারেন। একে সংক্ষিত ভাবে OVP বলে হয়ে থাকে যার অর্থ Online Video Platform।
Blog Hosting: কোডিং ছারা অনলাইনে নিজের ওয়েবসাইট তৈরি করার জন্য ব্লগ হোস্টিং খুবেই জনপ্রিয়।
আশা করছি উপরের বিষয় গুলো বুঝতে পেরেছেন। বিশাদ ভাবে জানার জন্য Website Hosting Service লেখাটি পড়তে পারেন।
বাংলাদেশের ডোমেইন হোস্টিং সার্ভিস প্রভাইডার কোম্পানি
বাংলাদেশে অনেক গুলো ডোমেইন হোস্টিং কোম্পানি আছে। আমি নিজে অনেক গুলো বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানির কাছ থেকে সেবা নিয়ে আসতেছি। এদের মধ্য থেকে যাদের ভালো মনে হয়েছে তাদের লিষ্ট তুলে ধরলাম।
NB: এখানে যে গুলো কোম্পানির রিভিউ করা হয়েছে সেগুরো থেকে আপনাকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলে বাংলাদেশের অন্য যেকোন কোম্পানির থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারেন।
কোম্পানির গুলোর রিভিউ লেখার জন্য আমরা কোন ধরনের অর্থ লেনদেন করি নাই।
Web Host BD

- ডোমেইন এবং হোস্টিং রেট তুলনামূলক ভাবে কম।
- কাস্টমার সার্ভিস খুবেই ভালো। আপনার যে কোন সমস্যার জন্য অফিস সময় ফোন দিতে পারবেন।
- যে সকল ডোমেইন ক্রয় করতে পারবেন .com, .net, .org, .biz, .info, .bd।
- SSD Hosting Service প্রদান করে থাকে।
- ফ্রি SSL সার্টিফিকেট পাবেন লাইফ টাইমের জন্য। যা আপনার ওয়েবসাইটের সিকিউরিটি মেইনটেইন করে থাকে।
- ওয়ান ক্লিক ইনস্টল অ্যাপস। ৯৯.৯% আপটাইম গ্যারান্টি।
- আপনার ডোমেইন এবং ওয়েবসাইট যে কোন সময় ট্রান্সফার করতে পারবেন।
- ৩০ দিনের ম্যানি-ব্যাক গ্যারান্টি।
Hosting Bangladesh

- SSD Web Hosting Service।
- Corporate ওয়েবসাইট তৈরি করার জন্য এই সেবা উপযুক্ত।
- WordPress Hosting Service।
- Reseller Hosting Service নিয়ে নিজের ওয়েব হোস্টিং কোম্পানি খুলতে পারবেন।
- উচ্চমান সম্পূর্ণ ভিপিএস সার্ভার।
- Dedicated সার্ভার উচ্চ পর্যায়ের অনলাইন ব্যবসা শুরুর জন্য।
- ডোমেইন ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট বিডি।
- অটো প্রতিদিনের ব্যাকাপ সলুশন।
- ফ্রি ৩০ ডে ব্যাকাপ এবং ২৪ ঘন্টা সাপোর্ট।
- লোকাল এবং পিজিক্যাল সাপোর্ট ব্যবস্থা।
এই হোস্টিং কোম্পানির কিছু সার্ভিস আছে যা অন্যদের থেকে আলদা। যেমন লাইফটাইম ফ্রি ডোমেইন সেবা দেওয়া হয় ডট কম এবং ডট ইনফো। এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার ক্ষেত্রে কিছু এক্সট্রা solution দেওয়া আছে।
XeonBD

- XeonBd বাংলাদেশের সর্বপ্রথম নিজস্ব ডাটা সেন্টার দিয়ে সেবা প্রদান।
- 4800 টাকায় অনলিমিটেড স্পেস।
- বাংলাদেশের সর্বপ্রথম সিপ্যানেলের এনওসি পার্টনার হলো জিয়নবিডি।
- ওয়ার্ডপ্রেস হোস্টিং মূল্য তুলনা মূলক ভাবে একটু বেশি মনে হল। অবশ্য স্পেস বিবেচনা করলে ঠিক আছে।
- হোস্টিং রিলেটেড সকল ধরনের সিকিউরিটি দিয়ে থাকে জিয়নবিডি।
- শুধু ডোমেইন রেজিঃ প্রাইজ তুলনামূলক ভাবে বেশি। ডট কম ডোমেইন প্রতি বছরে পেমেন্ট করতে হবে ১০৯৯ টাকা, যা অন্য কোম্পানির তুলনায় বেশি।
StarHost

- Linux Hosting, Windows Hosting, Dedicated Server, Reseller Hosting, E-commerce Hosting, SSL Certificates।
- Price মাধ্যমিক মানের।
- রিসেলার হোস্টিং সেবা প্রদান করে থাকে স্টার হোস্ট।
- সিডিএন সেবা দেওয়ার মাধ্যমে ব্রাউজার গতি বৃদ্ধি করে থাকে।
Dhaka WEB Host

- ১৮৫০ টাকায় (১ বছর) ডট কম ডোমেইন এবং ১ জিবি হোস্টিং।
- ৮৪০০ টাকায় (১ বছর) Dedicated Server Solution।
- সাইট অপটিমাইজ এবং ফাস্টার এসএসডি সেবা।
- ডোমেইন এবং হোস্টিং Service সহ ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেবা দিয়ে থাকে কোম্পানিটি।
MilesWeb

- মাত্র ৭৫৬ টাকায় ডোমেইন এবং ১ জিবি হোস্টিং (১ বছরের জন্য) সাথে ফ্রি এসএসএল। কিন্তু সমস্যা হল আপনাকে তিন বছরের জন্য পেমেন্ট করতে হবে।
- এদের প্যাকেজ প্যান তুলনামূলক ভাবে ভিন্ন প্রকৃতির।
- ১০০% স্বাধীন সেবা প্রদান।
- প্রায় সকল ধরনের হোস্টিং সেবা দিয়ে থাকে।
বি.দ্রঃ আমরা কোন কোম্পানিকে প্রমোট করছি না। আপনি বাংলাদেশের যে কোন কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং সেবা নিতে পারেন। এ ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হলে আমরা কোন ভাবেই দ্বায় গ্রহন করব না।
বাংলাদেশি ডোমেইন এবং হোস্টিং কোম্পানি গুলোর মূল্যের পার্থক্য
বাংলাদেশী ডোমেইন এবং হোস্টিং কোম্পানি নাম | .Com ডোমেইন প্রাইস | ১ জিবি হোস্টিং প্রাইস | সময় |
Web Host Bd | TK. 950 | TK. 1000 (1GB SSD Hosting Space) | 1 Year |
Hosting Bangladesh | TK. 950 | TK. 800 (5GB SSD Hosting Space) | 1 Year |
XeonBD | TK. 1099 | TK. 1800 ( 3GB SSD Hosting Space) | 1 Year |
StarHost | Updating | TK. 1500 (1GB SSD Hosting Space) | 1 Year |
Dhaka WEB Host | TK. 850 | TK.1000 (1GB SSD Hosting Space) | 1 Year |
MilesWeb | Free Domain | TK. 2295 (1GB SSD Hosting Space) | 3 Year |
বি.দ্রঃ উপরের উল্লেখ করা প্রাইস গুলো যে কোন সময় পরির্বতন হতে পারে। এই লেখাটি কোন ডোমেইন এবং হোস্টিং কোম্পানিকে প্রমোট করার উদ্দেশ্য নিয়ে লেখা নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম মাত্র।