Ubertesters জয়েন করবেন কি ভাবে?
Ubertesters জয়েন করার জন্য বেসিক কিছু রুল আপনাকে ফলো করতে হবে। কিন্তু Ubertesters জয়েন করাটা বড় বিষয় নয়। বড় বিষয় হল আপনি টেস্টার হওয়া। কারন টেস্টার হওয়ার জন্য আপনাকে মনোনিত হতে হবে।
আমার ব্যাক্তিগত সাজেশন হবে Ubertesters জয়েন করার আগে আপনাকে কাজ শিখে নিতে হবে।
অনলাইন থেকে আয় করার ক্ষেত্রে Ubertesters একটি বড় মাধ্যম। শুধু নিচের দেওয়া তথ্য গুলো পূরন করতে হবে।
আপনি Ubertesters জয়েন করার জন্য তিনটি ভাগে আছে
Complete a Short Form
Complete a Short Form এর তিনটি বেসিক ধাপ পূরন করে আপনাকে টিম সদস্য হওয়ার জন্য নিচের দেওয়া তথ্য গুলো পূরণ করতে হবে।
Step-1
Uberterters Sign Up ক্লিক করলে উপরে মত একটি ফর্ম দেখতে পাবেন। এখন এই ফর্ম এর তথ্য গুলো সঠিক ভাবে পূরন করতে হবে। যদিও ফর্ম এর তথ্য গুলো পূরণ করা তত কঠিন হবে না।
Step-2 এবং 3
উপরের ইমেজে দেওয়া তথ্য গুলো সঠিক ভাবে পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করুন। সাইন আপ বাটনে ক্লিক করার পরেই আপনি স্টেপ ২ অপশন পাবেন।
এই ফর্ম এর মধ্যে ডেড অফ বার্থ, জেন্ডার, স্কাইপি আইডি, ফোন নম্বার, কান্ট্রি, বিভাগ, সিটি, ইত্যাদি পূরর্ণ করতে হবে। এই ফর্মটি স্করোল করা যায়, মানে মাউস এর চাকা ঘুরালে একটার পর একটা তথ্য পূরর্ণ করার জায়গা আসবে।
ফ্রি এবং পেইড ডিজিটাল মাকের্টিং কোর্স
প্রথম স্করোল করার পর যে ফর্মটি আসবে
ফর্ম পার্ট-১
কন্ট্রাক ইনফরমেশন পূরর্ণ করার সময় যে কোন দুইটি বা একটি ম্যাথড পূরন করলেই হবে।
ফর্ম পার্ট-২
এই পার্ট আপনাকে পেমেন্ট ম্যাথড যোগ করতে হবে। এখনে তিন ধরনের পেমেন্ট ম্যাথড আছে যে কোন এক ধরনের ম্যাথড যুক্ত করলেই হবে।্
ফর্ম পার্ট-৩
আপনি কোন কোন ধরনের কাজ জানেন তা উপরের ফাঁকা জায়গায় লিখতে হবে। তারপর আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের টেস্টার হতে চান। কারন অনেক ধরনের টেস্টিং কাজ আছে তার মধ্যে থেকে আপনাকে যে কোন একটি বাছাই করে নিতে হবে।
ব্লগিং করে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব
ফর্ম পার্ট-৪
আপনি কোন ধরনের সিস্টেম থেকে কাজ করতে চান তার তথ্য এখানে দিতে হবে। একের অধিক সিস্টেম একই সাথে যোগ করতে পারবেন।
আপনি কাজ শিখতে চাইলে Udemy থেকে কোর্স ক্রয় করতে পারেন।
আপনার প্রফাইল ভালো করে সাজানো হয়ে গেলে দ্বিতীয় STEP
Get Certified
আপনার প্রফাইল সাবমিট করার পর ubertesters হতে আপনার সাথে সাথে যোগাযোগ করবে। সব কিছু ঠিক থাকলে ubertesters আপনাকে তাদের কর্মী হিসাবে মনোনিত করা হবে।
Test Apps & Earn Money
Ubertesters থেকে মনোনিত হওয়ার পর আপনাকে বিভিন্ন ধরনের অ্যাপ টেস্ট করার জন্য দেওয়া হবে। আপনি সেই অ্যাপ গুলো টেস্ট করে আয় করতে পারবেন।
ব্লগ সাইট কিভাবে বানাবেন বিস্তারিত
Appen থেকে টাকা আয় করার জন্য নিচের ভিডিও টা দেখার আমন্ত্রন রইল
Click the above button to visit next page
You visited 1/10 pages